বুধবার, ৬ মার্চ, ২০১৯

উচ্চ রক্তচাপ ও স্ট্রোক প্রতিরোধে টমেটু


নিয়মিত টমেটো খান এবং অনেক রোগ-প্রতিরোধ করুন
প্রতি ১০০ গ্রাম টমেটোতে আছে . গ্রাম আমিষ, . গ্রাম শর্করা, . মি. গ্রাম আঁশ, . মি. গ্রাম চর্বি, ২০ কিলোক্যালরি শক্তি, ৪৮ মি. গ্রাম ক্যালসিয়াম, ২০ মি. গ্রাম ফসফরাস, .৬৪ মি. গ্রাম লৌহ, ৩৫১ মাইক্রোগ্রাম ক্যারোটিন ২৭ মি. গ্রাম ভিটামিনসি 
উচ্চ রক্তচাপের সমস্যা যে কোন রোগীর জন্য অনেক কঠিন একটা সমস্যা তাই এখন থেকে প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খাবেন সাথে কিছু চিনিও মিশিয়ে নিতে পারেন এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করবেটমেটার গুন অনেক এই টমেটোর পুষ্টিগুণ মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ায়, যা স্ট্রোক প্রতিরোধ করে যখন মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হয়, তখন স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে যদি বংশে এই ধরনের রোগের প্রবণতা থাকে, তবে নিয়মিত টমেটো খাওয়া উচিতটমেটা ব্লাড সুগার নিয়ন্তনে অনেক বড় ভূমিকা রাখে টমেটার মধ্যে নানান ধরনের পুষ্টিগুণ বিদ্যমান থাকে আর এই গুনাগুনের ফলে প্রতিদিন নিয়ম করে টমেটা খাওয়া উচিত তাহলে দেহের ব্লাড সুগার নিয়ন্তনে থাকবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দূর্বল পুরুষদের জন্যে আছে অশ্বশক্তি সম্পন্ন বাজিকরন মিক্স

যে ক্রিয়াদ্বারা স্ত্রী সংঙ্গমে পুরুষের অশ্বের ন্যায় সামর্থ্য জন্মে এবং অধিক পরিমাণে শুক্র উৎপান্ন হয় তাই বাজিকরন,যোগ--৷৷  যজ্ঞ ডুমরের রস, ...