মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

পুরুষের বীর্যের মান উন্নয়নে বা বৃদ্ধিতে যা করবেন


পুরুষের একটি প্রধান সমস্যা হল তার বীর্যের গুণগত মান গুণগত মান ঠিক না থাকলে সে যত চেষ্টায় করুক না কেন তার থেকে ভাল সুস্থ সবল সন্তান আশা করা যায় না পুরুষ বন্ধ্যাত্বের মধ্যে ৯০ শতাংশ দায়ী অনুন্নত বীর্য বা স্বল্প পরিমান বীর্য আর প্রতি ২৫ জন একজন পুরুষ এর শিকার হন বাইরের খাবার, বিশ্রামের অভাব, খাবারের ভেজাল, ধূমপান মদ্যপান ইত্যাদি নানান কারণে পুরুষের স্পার্মের গুনাগুণ কমে গেছে অনেকটাই তাই আগের তুলনায় পুরুষের বন্ধ্যাত্বের হারও বাড়ছে কোমল পানীয়ের প্রতি অতিরিক্ত আসক্তিও স্পার্মের গুনাগুণ নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ স্পার্মের পরিমাণ বৃদ্ধি করতে এবং এর গুনাগুণ বাড়িয়ে তুলতে দরকার সঠিক খাদ্যাভ্যাস সচেতনতা আসুন দেখে নেয়া যাক স্পার্মের গুনাগুণ বাড়ানো যায় কিভবে –
কলা খেতে পারেন অবশ্যই কেমিক্যেল মুক্ত হতে হবে কলাতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম এবং ব্রুমাইল্ড এনজাইম। এইসব উপাদান পুরুষদের বীর্যে স্পার্মের মান বাড়ায় ও বীর্য বৃদ্ধি করে,
খেতে পারেন চীনা বাদাম,চীনা বাদামে প্রচুর জিঙ্ক থাকে। এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করে, তবে যাদের শরীরে চর্বি বেশী তারা বাদাম খাবেন না ।
সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি এসিড থাকে। ওমেগা ৩ ফ্যাটি এসিড আছে যা স্পার্মের গুনাগুণ বাড়ায়,
ভিটামিন সি এর মত এন্টিঅক্সিডেন যা সিরটাস বা লেবুজাতীয় ফলে প্রচুর পরিমানে বিদ্যমান পুরুষের বীর্যের মান উন্নত করে। লেবু, আঙ্গুরের জুস এক্ষেত্রে খুবই কার্যকর।
কুমড়ার বীজ এই অবহেলিত খাবারটি কিন্তু পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। কুমড়ার বীজে আছে উচ্চমাত্রায় জিঙ্ক, antioxidants selenium ও ভিটামিন ই। এই উপাদানগুলো দেহে রক্ত চলাচল বৃদ্ধি করে ।
কালোজিরা বা নাইজেলা সিডে ১৫টি অ্যামোইনো এসিড আছে এছাড়াও কালোজিরায় ২১ শতাংশ প্রোটিন রয়েছে ৩৮ শতাংশ শর্করা আছে নিয়মিত কালোজিরা সেবনে স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এবং স্পার্মের গুনাগুণ বাড়ে
একটি আদর্শ খাবার রসুনে আছে সেলেনিয়াম নামক একটি অ্যান্টি অক্সিডেন্ট যা স্পার্মের সক্রিয়তা বাড়ায়
এছাড়াও যা আপনার যৌন স্বাস্থ ভালো রাখে সে সব খাবার নিয়মিত খাবেন যেমন-ডিম দুধ মধু কফি জয়ফল চিনি ছাড়া চকলেট গাজর চিরি ফল গরুর মাংস ঝিনুক ইত্যাদি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দূর্বল পুরুষদের জন্যে আছে অশ্বশক্তি সম্পন্ন বাজিকরন মিক্স

যে ক্রিয়াদ্বারা স্ত্রী সংঙ্গমে পুরুষের অশ্বের ন্যায় সামর্থ্য জন্মে এবং অধিক পরিমাণে শুক্র উৎপান্ন হয় তাই বাজিকরন,যোগ--৷৷  যজ্ঞ ডুমরের রস, ...