রবিবার, ১৭ মার্চ, ২০১৯

যা ত্বকের কালো দাগ দূর করে


অনেক সময় রোদ, ময়লা-ধুলাবালি, ভুল ডায়েট দুশ্চিন্তার কারণে ত্বকে কালো ছোপ ছোপ দাগ পড়ে যা কোনো ক্রিম বা লোশন দিয়ে সহজে  গবেষকরা মনে করেন, ধরনের ত্বকের অসুবিধায় ঘরোয়া চিকিৎসা খুব কাজে আসে এমন কিছু ঘরোয়া নিয়ে আজকে আলোচনা করবো -
লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা ত্বকের কালো দাগ দূর করে সহজেই তুলায় লেবুর রস নিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে দুই সপ্তাহ নিয়মিত লেবুর রস মুখে লাগান
১০টি বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন পরদিন সকালে বাদাম বেটে এর সঙ্গে চন্দনের গুঁড়ো মধু মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাক মুখে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন
পেঁয়াজ বেটে রস বের করে নিন এবার তুলায় করে এই রস পুরো মুখে ভালো করে লাগান অথবা পেঁয়াজের রসের সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন ২০ মিনিট পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন
নিয়মিত মুখে নারকেল তেল দিয়ে ম্যাসাজ করলে কালো ছোপ ছোপ দাগ সহজেই দূর হবে যদি আপনার ত্বক তৈলাক্ত হয়, তাহলে নারকেল তেল ব্যবহার না করাই ভালো
দুধ সামান্য লেবুর রসের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে মুখে লাগান কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক মুখে লাগান
টমেটো ফ্রিজে রাখুন এরপর ফ্রিজ থেকে ঠান্ডা টমেটো বের করে কেটে মুখে হালকাভাবে ঘষুন কালো দাগ দূর করতে দিনে অন্তত দুবার এভাবে মুখে ঠান্ডা টমেটোর রস লাগান
 এই প্যাক গুলা ব্যবহার করেন যা  আপনার ত্বকের জন্য উপকারী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দূর্বল পুরুষদের জন্যে আছে অশ্বশক্তি সম্পন্ন বাজিকরন মিক্স

যে ক্রিয়াদ্বারা স্ত্রী সংঙ্গমে পুরুষের অশ্বের ন্যায় সামর্থ্য জন্মে এবং অধিক পরিমাণে শুক্র উৎপান্ন হয় তাই বাজিকরন,যোগ--৷৷  যজ্ঞ ডুমরের রস, ...