রবিবার, ২৪ মার্চ, ২০১৯

লেবুর খোসার যত গুণ ও উপকার


লেবুতে উপস্থিত ডায়াটারি ফাইবার এবং ভিটামিন সিশরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে দেহের রোগ প্রতিরোধি ব্যবস্থা দারুন শক্তিশালী হয়ে ওঠে ফলে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না সেই সঙ্গে সংক্রমণের মতো রোগও দূরে থাকতে বাধ্য হয়
কিডনি স্টোনের মতো রোগ দূরে থাকে
গবেষণায় এমনটা দেখা গেছেনিয়মিত লেবুর খোসা খাওয়া শুরু করলে শরীরে সিট্রিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে তাই এমন ধরনের রোগের খপ্পরে পরতে না চাইলে নিয়মিত লেবুর খোসা খেতে ভুলবেন না যেন!
কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমে
লেবুর খোসায় উপস্থিত ডায়াটারি ফাইবার শরীরে প্রবেশ করা মাত্র এমন কিছু খেল দেখায় যে কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না সেই সঙ্গে আলসার এবং অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যাও কমে যায় তাই প্রতিদিন সকালেই যাদের মল ত্যাগ করতে গিয়ে কষ্ট সহ্য করতে হয়তাদের রোজের ডায়েটে লেবুর খোসকে অন্তর্ভুক্ত করা ছাড়া আর যে কোনও উপায় নেইতা তো বলাই বাহুল্য!
দেহের ওজন নিয়ন্ত্রণে চলে আসে
পেকটিন নামে একটি উপাদান প্রচুর মাত্রায় থাকায় লেবুর খোসা নিয়মিত খেলে ওজন কমার প্রক্রিয়া ত্বরান্বিত হয় কারণ এই উপাদানটি শরীরে উপস্থিত অতিরিক্ত চর্বিকে ঝড়িয়ে ফেলতে বিশেষভাবে সাহায্য করে থাকে
হার্টের ক্ষমতা বাড়ে
লেবুর খোসায় উপস্থিত পলিফেনল নামে একটি উপাদান শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় অন্যদিকে লেবুর পটাশিয়াম ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণা রাখে ফলে স্বাভাবিকভাবেই হার্টের রাগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে তাই তো যাদের পরিবারে কোলেস্টেরলউচ্চ রক্তচাপ এবং হার্টের রোগের ইতিহাস রয়েছে তারা প্রতিদিনের ডায়েটে লেবুর খোসাকে অন্তর্ভুক্ত করুন দেখবেন উপকার পাবেন
লিভারে ক্ষমতা বৃদ্ধি পায়
বেশ কিছু গবেষণায় দেখা গেছেনিয়মিত লেবুর খোসা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এত মাত্রায় বেড়ে যায় যে লিভারের ভিতরে জমে থাকা টক্সিক উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে ফলে শরীরে এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কর্মক্ষমতা বাড়তে সময় লাগে না
হাড় শক্তপোক্ত হয়ে ওঠে
প্রচুর মাত্রায় ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকার কারণে লেবুর খোসা খাওয়া শুরু করলে ধীরে ধীরে হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করে সেই সঙ্গে ইনফ্লেমেটরি পলিআর্থ্রাইটিসঅস্টিওপরোসিস এবং রিউমাটয়েড আথ্রাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়
ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়
একাধিক কেস স্টাডিতে দেখা গেছেলেবুর খোসার ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের নিচে জমে থাকা টক্সিক উপাদানদের বের করে দেয় ফলে স্বাভাবিকভাবেই ত্বকের বয়স কমতে শুরু করে সেই সঙ্গে বলিরেখা যেমন কমেতেমনি ত্বক টানটান হয়ে ওঠে এই কারণেই তো বয়স ৩০-এর কোটা পরলেই প্রতিদিন লেবুর খোসা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা
হজম ক্ষমতার উন্নতি ঘটে :_=ফাইবার সমৃদ্ধ যে কোনও খাবার হজম ক্ষমতার উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে লেবুর খেসায় তাই তো বদ-হজন থেকে গ্যাস-অম্বলযে কোনও ধরনের হজম সংক্রান্ত সমস্যায় এই প্রকৃতিক উপাদানটি দারুন উপকারে আসেলেবুর খোসায় উপস্থিত সাইট্রাস বায়ো-ফ্লেভোনয়েড শরীরের ভিতরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে অক্সিডেটিভ স্ট্রেস কমতে শুরু করে ফলে সার্বিকভাবে মনমস্তিষ্ক এবং শরীর একেবারে চাঙ্গা হয়ে ওঠে তাই তো এবার থেকে যখনই দেখবেন শরীর আর চলছে নাতখন অল্প করে লেবুর খেসা নিয়ে চটজলদি খেয়ে ফেলবেন দেখবেন উপকার মিলবে
মারণ রোগ ক্যান্সার আর এই মারণ রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে লেবুর খোসা চিকিৎসকরা জানাচ্ছেনচায়ের সঙ্গে লেবুর খোসা মিশিয়ে খেলে আমাদের শরীরের ক্যান্সার কোষ তৈরি হওয়া প্রতিরোধ করা সম্ভব
 সৌন্দর্যের দিক থেকে লেবুর খোসা সরাসরি ত্বকে প্রয়োগ করলে ত্বকে সানবার্ন প্রতিরোধ করা যায়
লেবুর খোসায় প্রচুর পরিমানে ভিটামিন 'সিথাকে যা আমাদের হাড়কে আরও মজবুত করতে সাহায্য করে হাড়ের বিভিন্ন অসুখ যেমনপলিআর্থারাইটিসঅস্টিওপরোসিস এবং বিভিন্ন প্রকার আর্থারাইটিস প্রতিরোধ করে
প্রচুর পরিমাণে ভিটামিন 'সিথাকার জন্য লেবুর খোসা দাঁতের জন্যেও খুবই উপকারী দাঁতের বিভিন্ন অসুখ প্রতিরোধ করে লেবুর খোসা
অতিরিক্ত ওজন কমানোর জন্য লেবুর খোসার উপকারিতা অনেক
শরীর থেকে স্ট্রেস কমায় লেবুর খোসা
লেবুর খোসা আামদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বজায় রাখেরক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং বিভিন্ন হৃদরোগ যেমন স্ট্রোক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধ করে
হজম শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেবুর খোসা 
লেবুর রস চুলের দারুণ লাইটেনার হিসেবে করে কোনো কিছু দেয়ার প্রয়োজন নেই লেবুর রস চুলে দিয়ে নিন এতে সূর্যের তাপ মাথাকে গরম করতে পারবে না
জেল ম্যানিকিউর নখকে দুর্বল করে দেয় এতে নখ ক্ষয়প্রাপ্ত হয় লেবুর রস থাকতে ভয় নেই অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে তাকে নখ ভিজিয়ে রাখুন এতে ক্ষয়প্রাপ্ত নখ সুন্দর  সুস্থ হয়ে উঠবে
 শীতের শুষ্ক ঠোঁটে যেমন চামড়া ওঠেআপনার ঠোঁট তেমন হয়ে থাকলে লেবুই ভরসা রাতে ঘুমোতে যাওয়ার আগে লেবুর রস ঠোঁটে দিয়ে ঘুমিয়ে যান এতে আপনার অধর হবে স্ফীতকোমল  মসৃণ
চুলে তেল দিতে হয় কিন্তু শ্যাম্পু করার পরও তাতে তেল চিটচিটে ভাব থাকতে পারে  ক্ষেত্রে লেবুর রস বিস্ময়কার কাজ দেয় লেবুর রসে অ্যাসট্রিনজেন্ট রয়েছেযা তেলতেলে অংশ শুষে নেয় চুল হয় ঝরঝরে
লেবুতে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড রয়েছে এই রস শুধু ত্বকের তেলতেলে ভাবই দূর করে নাসেই সঙ্গে ত্বককে উজ্জ্বল করে দেয় তবে এই ঔজ্জ্বল্য ধরে রাখতে এসপিএফ ক্রিম ব্যবহার করতে হবে
বয়সের ছাপ পড়ে বলিরেখার মাধ্যমে তা ছাড়া অনেকের এমনিতেই বলিরেখা পড়তে পারে এসব বলিরেখা দূর করতে মানুষ কতো পয়সা খরচ করে দামি দামি ক্রিম ব্যবহার করেন কিছুটা কাজ হলেও নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা রয়েছে অথচ লেবুর রস এই বলিরেখা দূর করতে দারুণ কার্যকর রেখাগুলোতে লেবুর রস দিয়ে ১৫ মিনিট রাখুন এবং ধুয়ে ফেলুন
দাঁতের যত্নে ভালো পেস্টের চেয়েও ভালো কাজ করে লেবুর রস অল্প পরিমাণ বেকিং সোডার সঙ্গে কিছু লেবুর রস মিশিয়ে পেস্টের মতো বানান তার পর দাঁত মেজে দেখুন কী ফল দাঁড়ায়
মানুষের কনুই এবং হাঁটুর অংশটি খসকসে হয় এই অংশ দুটিকে মসৃণ এবং সুন্দর করে দেয় লেবুর রস এক টেবিল চামচ লবণসামান্য অলিভ ওয়েল এবং কিছু লেবুর রস মিশিয়ে লাগান দেখুন জাদুর মতো কাজ করবে
যাদের ত্বকে ময়েশ্চারাইজারের অভাব রয়েছে তারা কয়েক ফোঁটা ডাবের পানিতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে ঘষুন দেখবেনত্বক সুন্দর কোমল হয়েছে আবার লেবুর রসে তা উজ্জ্বল হয়ে উঠবে
ডিওডরেন্ট ব্যবহার না করলেও চলবে লেবুর রসের সাইট্রিক এসিড থাকে যা বাজে গন্ধ হটিয়ে দেয় তাই দুর্গন্ধের স্থানে লেবুর রস মেখে নিন দুর্গন্ধ চলে যাবে
নাকের ওপর বা ত্বকে ব্ল্যাক হেড সৌন্দর্য হানি ঘটায় লেবুর রস এসব ব্ল্যাক হেডের গোড়া নরম করে তাদের তুলে আনে লেবুর রসের সঙ্গে আর কিছু মেশানোর প্রয়োজন নেই বেশ ভালো করে ত্বকে রস দিয়ে ঘষুন
মুখের শ্রী বৃদ্ধি করার জন্য এক টুকরো লেবুর রসের সঙ্গে দুই চামচ দুধ মিশিয়ে তুলার সাহায্যে মুখে প্রলেপ লাগান ১৫ – ২০ মিনিট পর ধুয়ে ফেলু্ন
মুখের ব্রন এবং ব্রনের দাগ সরানোর জন্য লেবুর রস ত্বকে মাখা একান্ত দরকার তৈলাক্ত ত্বকে ব্রনের প্রকোপ বেশি দেখা যায় লেবু কিংবা গাজরের রস অল্প একটু চিনির সঙ্গে মিশিয়ে খেলে এর হাত থেকে সহজেই রেহাই পাওয়া যায়আধা চা চামচ লেবুর রসএক চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে  গলায় লাগান ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি আপনার ত্বকে আদ্রতা আনবে মেক আপ করার আগে মুখে এই রূপটানটি লাগালে মুখ উজ্জল হবে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

দূর্বল পুরুষদের জন্যে আছে অশ্বশক্তি সম্পন্ন বাজিকরন মিক্স

যে ক্রিয়াদ্বারা স্ত্রী সংঙ্গমে পুরুষের অশ্বের ন্যায় সামর্থ্য জন্মে এবং অধিক পরিমাণে শুক্র উৎপান্ন হয় তাই বাজিকরন,যোগ--৷৷  যজ্ঞ ডুমরের রস, ...